সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১২৫ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এর মধ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে কমিটি।
আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম জানান, এরপর আরো একটি তালিকা করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেবে সার্চ কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৫টি রাজনৈতিক দল ১২৫ জনের নামে প্রস্তাব করেছে। এ নামগুলো সার্চ কমিটির সদস্যরা পর্যালোচনা করে দেখে ২০ জনের একটি ছোট তালিকা করেছেন। এ নিয়ে পরে তাঁরা আবার বসবেন।
রাজনৈতিক দলের দেওয়া নামের বাইরে যেকোনো বিশিষ্ট ব্যক্তিদের নাম সুপারিশ করার এখতিয়ার সার্চ কমিটির আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম প্রকাশ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দেওয়া তালিকা আমাদের কাছে আমানত, আমরা তো তা খেয়ানত করতে পারব না।’
আওয়ামী লীগ, বিএনপির এবং অন্যান্য দলের প্রস্তাবে একই ব্যক্তির নাম আছে কি না এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘একই ব্যক্তির নাম এসেছে কয়েকটি দল থেকে তবে তা সংখ্যায় কম। আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তাবে পৃথক পৃথক লোক আছে।’