বাজেট বাস্তবায়নে দুর্নীতির চেয়ে অপচয় হয় বেশি : অর্থ প্রতিমন্ত্রী
আগামী অর্থবছরের জন্য গণমুখী বাজেট প্রণয়ণ করা হয়েছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বাজেট বাস্তবায়নে অনেকে বলেন, কেবল দুর্নীতি হয়। বাস্তবে দুর্নীতির চেয়ে অপচয় হয় বেশি। এ জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।’
আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশনের (পিআইবি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এই বাজেটেই ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের বরাদ্দ রাখা হয়েছে। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ককে বড় করারও বরাদ্দ রাখা হয়েছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হারুন অর রশিদ বক্তব্য দেন।
পরে সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী সুনামগঞ্জের হাওর এলাকার এলজিইডির হিলিপ-এর একটি প্রকল্প পরিদর্শন করেন।