জংলি শাসনের কারণেই শিশুদের পিঠে জনপ্রতিনিধি : রিজভী
আওয়ামী লীগ সরকারের জংলি শাসনের কারণেই কোমলমতি শিশুদের পিঠের ওপর দিয়ে জনপ্রতিনিধি হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বারবার আদালতে হাজিরা সরকারি অত্যাচারের বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা দিয়ে বারবার খালেদা জিয়াকে আদালতে হাজিরার নামে হয়রানি করা হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের বিরুদ্ধে অমানবিক আক্রমণ চালানো হচ্ছে। সামগ্রিকভাবে মনে হচ্ছে আমাদের সব সরকারি প্রতিষ্ঠানকে পার্শ্ববর্তী দেশের এক্সটেনশন প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ চলছে।’ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবেশী দেশের হাইকমিশনারের সফরেরও তীব্র সমালোচনা করেন তিনি।
চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে জনপ্রতিনিধির হেঁটে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘আমরা ধিক্কার জানাই। আসলে সরকারের অসদাচরণ, জংলি শাসনের কারণেই এগুলো হচ্ছে।’