কুমার নদের হারানো যৌবন ফেরানো হবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২৩৫ কোটি টাকা ব্যয়ে খননের মাধ্যমে মৃতপ্রায় কুমার নদের হারানো যৌবন ফিরিয়ে আনা হবে। নদের দুই পাশে ৬০টি গোসলখানা তৈরি করা হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরে সদর উপজেলার দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জেলার অম্বিকাপুর ও ঈশান গোপালপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের ১৪টি কাজ ও ১৭৬টি বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিভিন্ন দল থেকে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছে।
সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী বারী সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন।
ওই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ প্রমুখ।
সমাবেশে বিএনপি নেতা গফুর মোল্লা ও কুদ্দস মেম্বারের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এলজিআরডি মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। সমাবেশ পরিচালনা করেন অ্যাডভোকেট জাহিদ বেপারী।