সুরঞ্জিত সেনগুপ্তকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান অসুস্থ সুরঞ্জিত সেনগুপ্তকে আগামীকাল রোববার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ শনিবার রাতে সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সহকারী কামরুল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তাঁকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়।
একান্ত সহকারী বলেন, ‘গতকাল (শুক্রবার) ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় স্যারকে। পরে আজ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়।’
কামরুল হক আরো বলেন, ‘আমরা স্যারকে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাব। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে সুনামগঞ্জের এ সংসদ সদস্যের পরিবারের সদস্যরা রয়েছেন। এ ছাড়া কিছু ছাত্রলীগ নেতাকর্মীকেও সেখানে দেখা যায়।
সুরঞ্জিত সেনগুপ্তের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।