সমগ্র রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হলো : আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আবদুস সামাদ আজাদের প্রয়াণের পর তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব বৃহত্তর সিলেটে ছিল না। আজও নেই। তিনি (সুরঞ্জিত সেনগুপ্ত) চলে যাওয়ায় সিলেট তো বটেই, সমগ্র রাজনৈতিক অঙ্গনেও শূন্যতা তৈরি হয়েছে।
ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
আমু বলেন, ‘আইনের বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে সবাই তাঁর কাছে যেত। এমনকি স্পিকার নিজেও তাঁর কাছে আইনি সহায়তা চাইতেন। তিনি চলে যাওয়ায় তাঁর মতো আস্থাভাজন লোকটির হয়তো আমাদের অনেক দিন অপেক্ষা করতে হবে।’
মন্ত্রী আরো বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক জীবনযাপন করে গেছেন সুরঞ্জিত।
আজ রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
প্রবীণ ওই নেতার একান্ত সহকারী কামরুল হক জানান, সুনামগঞ্জের এই সংসদ সদস্যকে গতকাল রাত থেকে হাসপাতালেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।