কোনো চাপেই সম্পর্ক ভাঙবে না : মোদি
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বাহিনীর রক্তদানের কথা উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই রক্ত আমাদের এমন এক সম্পর্কে আবদ্ধ করেছে যেটি কোনো চাপেই ভেঙে যাবে না। এটি কোনো কূটনীতির শিকার হবে না।’
আজ রোববার দুপুরে বঙ্গভবনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পক্ষে মুক্তিযুদ্ধের সম্মাননা গ্রহণের পর এক বক্তৃতায় মোদি এ কথা বলেন। urgentPhoto
এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান মোদি। সেখানে এক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি। এর কিছুক্ষণ পর তিনি বক্তৃতা করেন। বক্তৃতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন তিনি। এরপর রাষ্ট্রপতির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের অঙ্গীকার পুনরুজ্জীবিত করা এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার সময় এসেছে, বিষয়টিকে বাজপেয়ি যেভাবে বর্ণনা করেছিলেন।’
ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, “এই শুভলগ্নে আমি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দেওয়া বাজপেয়ীজির বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করতে চাই। অটলজি বলেন, ‘আজ বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা এবং ভারতের জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঝরাচ্ছে।”
বঙ্গভবনে উপস্থিত দুই দেশের পদস্থ ব্যক্তিরা
বঙ্গভবনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দুই দেশের সরকার পর্যায়ের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন সামাজিক, সাংস্কৃতিক পরিসরের বিশিষ্টজনরা।
ভারত
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন, পররাষ্ট্রসচিব সুব্রমানিয়াম জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র বিকাশ স্বরূপ, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র এম জে আকবর প্রমুখ।
বাংলাদেশ
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভুঁইয়া, নাট্যব্যক্তিত্ব ও আবৃত্তিশিশ্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।