বল আনতে গিয়ে পদ্মায় নিখোঁজ ২ বিশ্ববিদ্যালয়ছাত্র
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর চরে ফুটবল খেলার সময় নদী থেকে বল আনতে গিয়ে পানিতে ডুবে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই দুই শিক্ষার্থীর নাম শাওন ও মিজানুর রহমান মিন্টু। তাঁরা দুজনই এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিকেলে পদ্মা নদীতে ডুবে দুজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। চরটি ফরিদপুরের চরভদ্রাসন থানা এলাকায় হওয়ায় উভয় থানা থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
ওসি আরো জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বাহিনীর ডুবুরিরা এসেছেন। কিন্তু রাত হওয়ার কারণে তাঁরা উদ্ধার অভিযানে নামতে পারেননি। আগামীকাল সকালে উদ্ধার অভিযান চালানো হবে।
এলাকাবাসী জানান, ঢাকা থেকে বেড়াতে আসা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ট্রলারে করে নদীর মাঝে চরে বেড়াতে যান। এ সময় তাঁরা চরে ফুটবল খেলেন। একপর্যায়ে বল নদীতে পড়ে গেলে শাওন ও মিন্টু বল আনতে যান। এ সময় তাঁরা নদীতে ডুবে নিখোঁজ হন।