যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১৩
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। শুক্রবার রাত ১১টার দিকে নগরকান্দার গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ পরিবহনের ওই বাস ও কাভার্ডভ্যানে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১৩ জন নিহত হন। আহত হয়েছেন ১৫ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি এজাজুল জানান, কাভার্ডভ্যানের চালক মারা গেছেন। নিহতদের মধ্যে বাকিরা বাসের যাত্রী।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এইচ নাসিম জানান, বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আটজনকে মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।