ভারতে পাচারকালে জব্দ ১০ লাখ রুপি
বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের সময় যশোরের বেনাপোল থেকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ওই অর্থ জব্দ করে বিজিবি।
সে সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা। তবে পাচারে ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান।
অন্যদিকে, ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার হরেকৃষ্ণ কুমার জানান, বিপুল পরিমাণ ভারতীয় রুপি পুটখালী সীমান্ত দিয়ে পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। পাচারকারীরা বাইসাইকেল ব্যাগভর্তি রুপি ভারতে পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগভর্তি রুপি ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ থেকে ১০ লাখ রুপি উদ্ধার করা হয়।