মেধাতালিকার ভিত্তিতে এইচএসসিতে ভর্তি স্থগিত
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে (এইচএসসি) ভর্তি পরীক্ষা না নিয়ে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি করাতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন রাজধানীর তিনটি কলেজের জন্য ছয় মাস স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নটর ডেম, সেন্ট যোসেফ ও হলিক্রস কলেজকে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার অনুমতি দেওয়া হয়েছে।
এই তিনটি কলেজের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। urgentPhoto
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শককে জবাব দিতে বলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১ জুন-২০১৫ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যাতে বলা হয়, ভর্তি পরীক্ষা ছাড়াই সব কলেজকে মেধাতালিকার ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তি করাতে হবে এবং ইন্টারনেটের মাধ্যমে ফরম পূরণ করে টেলিটকের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করে ভর্তির জন্য আবেদন করতে হবে।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার নটর ডেম কলেজ, সেন্ট যোসেফ কলেজ ও হলিক্রস কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টে একটি রিট করে। সেই রিটের ওপর শুনানি শেষে প্রজ্ঞাপনটি ছয় মাসের জন্য স্থগিত করার পাশাপাশি তিনটি কলেজকে মেধার ভিত্তিতে ভর্তি করানোর নির্দেশ দেন হাইকোর্ট।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফিদা এম কামাল। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তামিম হোসেন শাওন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।