নাশকতার মামলায় হাজিরা দিলেন মেয়র মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান নাশকতার একটি মামলায় আজ রোববার আদালতে হাজিরা দিয়েছেন। এ ছাড়া আদালত বদলিমূলে একটি মামলায় জামিন নিয়েছেন তিনি।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা আদালত পরিবর্তনের কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন নেন। পরে শ্রীপুর থানায় নাশকতার একটি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ১-এ হাজিরা দেন।
এ সময় গাজীপুরের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপির স্থানীয় নেতারা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ জানুয়ারি কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে ঢাকার বারিধারার ডিওএইচএসের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ২২ মামলায় প্রায় ১৩ মাস বন্দি থাকার পর আদালত থেকে জামিন পেয়ে গত বছরের ২ মার্চ তিনি কারামুক্ত হন।
গত এপ্রিল মাসে এম এ মান্নান মেয়র পদ ফিরে পান। এ অবস্থায় গত বছরের ১৫ এপ্রিল তাঁকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই মাসে মেয়র পদ থেকে তাঁকে ফের সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ বন্দি ছিলেন।
অধ্যাপক মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মান্নানের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।