গাজীপুরে ১৭০০ গার্মেন্টশ্রমিক ছাঁটাই, বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরে তৈরি পোশাক কারখানা হেসং বিডির এক হাজার ৭০০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা।
আজ সোমবার সকালে কারখানার ফটকে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।
পুলিশ ও বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, সকালে কাজে যোগ দিতে এসে ফটকের সামনে এক হাজার ৭০০ শ্রমিকের ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায় তারা। পরে ছাঁটাই হওয়া শ্রমিকরা কারখানায় প্রবেশের চেষ্টা করলে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। এরপর শ্রমিকরা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ব্যাপারে কারাখানার কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।