বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকার মামলা করতে পারে না
চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
পদ্মা সেতু নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে নয়। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না। কিন্তু যাঁরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কি না, সে বিষয়ে চাইলে আইনি পরামর্শ নিতে পারেন। পদ্মা সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, কেউ স্বীকার করুক বা না করুক।’ পদ্মা সেতু নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, এতে শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস জড়িত বলে মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেছেন, সরকার বিচার বিভাগে কখনো হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে।
আনিসুল হক আরো বলেন, ‘এই সরকার নিম্ন আদালতে বিচারকদের চাকরি সংক্রান্ত নীতিমালার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের আইনের খসড়াও তৈরি করছে। আশা করছি, আমরা ২০১৯ সালের মধ্যে এ আইন পাস করতে পারব।’
মন্ত্রী বলেন, ‘নিম্ন আদালতে বিচারকদের চাকরি সংক্রান্ত বিধিমালায় কিছু সংশোধন আনা হচ্ছে। পাশাপাশি এটি খুব দ্রুত গেজেট আকারে প্রকাশ করবে মন্ত্রণালয়।’
ল রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি কাজী আবদুল হান্নান, মনোজ সেনগুপ্ত, এম বদিউজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরণ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দারুল আলম।
সম্প্রতি কানাডার একটি আদালত রায়ে বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এ ছাড়া অভিযোগ ওঠা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়মুক্ত ঘোষণা হয়।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন চলার একপর্যায়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার দাবি ওঠে।