সাত খুন মামলার আরেক আসামির আত্মসমর্পণ
নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামি ওয়াহিদুজ্জামান ওরফে সেলিম আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি মামলার মূল আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সেলিম আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।
আত্মসমর্পণের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের ঘটনার পর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী ওয়াহিদুজ্জামান ওরফে সেলিম আত্মগোপন করে থাকেন। তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন। সেখানে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন।
এ অবস্থায় গত ১৬ জানুয়ারি মামলার রায় ঘোষণার পর সেলিম আজ আদালতে আত্মসমর্পণ করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সেলিমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া এলাকায়। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাব ১১-এর চাকরিচ্যুত সদস্য আবদুল আলিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি র্যাবের আরো এক পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে পুলিশ মাগুরা জেলার শালিখা উপজেলার কাতলি গ্রাম থেকে গ্রেপ্তার করে। এই মামলার ৩৫ আসামির মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৬ ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত নয় আসামির মধ্যে এখনো নয়জন পলাতক রয়েছেন। এঁদের মধ্যে ছয়জনই র্যাব সদস্য।