তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা : বিএনপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে তিস্তা চুক্তি না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মনে করছে বিএনপি। আজ মঙ্গলবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
urgentPhoto
পাশাপাশি মোদির সফরে ভারত-বাংলাদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট করতেও সরকারের প্রতি আহ্বান জানান ড. রিপন। তিনি জানান, নরেন্দ্র মোদির সফরকে এখনই সফল বা ব্যর্থ বলতে রাজি নয় বিএনপি।
বিরোধী দল দমন থেকে সরে এসে রমজানের আগেই দলীয় নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সফরের সময় ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান করেন মোদি। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৬-৭ জুন ঢাকা সফর করেন নরেন্দ্র মোদি। সফরে ২২টি চুক্তি ও সমঝোতা করে বাংলাদেশ-ভারত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছিটমহল বিনিময়ের লক্ষ্যে স্থলসীমান্ত চুক্তির অনুসমর্থনে সই। তবে বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি সই হয়নি। এ বিষয়ে নরেন্দ্র মোদি জানান, খুব শিগগির এই সমাধানও হবে।