সকালে উচ্ছ্ল শিশুটি দুপুরে হলো লাশ
রাজধানীর মিরপুর-১ নম্বরে শাহ আলী বেড়িবাঁধ বাজারসংলগ্ন রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রামিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামিম ভোলা সদর উপজেলার নুরুজ্জামানের ছেলে। নুরুজ্জামানের দুই সন্তানের মধ্যে রামিম বড়। তিনি পরিবার নিয়ে মিরপুর-১ নম্বরে গুদারাঘাট এলাকায় থাকেন।
গুরুতর আহত অবস্থায় রামিমকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয় দোকানি মো. রাশেদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদ ঢামেকে সাংবাদিকদের জানান, বেড়িবাঁধ বাজার এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল রামিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এর পর ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রামিমের বাবা নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত তাঁর ছেলে। সকালে নাশতা খেয়ে রামিম বাসার সামনে খেলছিল।
ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রামিমের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।