সিরাজুল আলম খান ‘ভালো নেই’
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ভালো নেই।
আজ বৃহস্পতিবার সিরাজুল আলম খানের প্রধান গণসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজনীতির ‘রহস্যপুরুষ’ সিরাজুল আলম খান অনুসারীদের কাছে ‘দাদাভাই’ নামে পরিচিত। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানের বাসায় আছেন। অকৃতদার এই ‘তাত্ত্বিক’ রাজনীতিবিদের শুভানুধ্যায়ীরা প্রতিনিয়ত তাঁর খোঁজ-খবর নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দীর্ঘদিন ধরে সিরাজুল আলম খান বাসা থেকে খুব একটা বের হন না। হাঁটু এবং উরুর ব্যথার কারণে তিনি বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। বাসাতেও তিনি প্রায়শই কারো সহযোগিতা নিয়ে চলাফেরা করেন। লন্ডন এবং নিউইয়র্কের চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। খুব শিগগিরই তাঁর উরুতে অপারেশনের প্রয়োজন রয়েছে।’
‘দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে প্রদাহ, মেরুদণ্ড, হাঁটু, কোমর ও কাঁধের ব্যথায় ভুগছেন সিরাজুল আলম খান। এসব চিকিৎসার জন্য তিনি কয়েক বছর ধরে লন্ডন ও নিউইয়র্কে গিয়ে থাকেন। গত বছরের শেষের দিকে সেখানকার চিকিৎসকরা তাঁর ঊরু ও হাঁটুর অপারেশনের প্রয়োজনীয়তার কথা বলেন। ব্যয়বহুল ও জটিল এ অপারেশন আমাদের দেশে সম্ভব নয়।’
সিরাজুল আলম খান এখন শুয়ে-বসে নিউজ পড়ে, টিভি দেখে সময় কাটাচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, ‘জাতি-রাষ্ট্র বাংলাদেশ তাঁর ভাবনায় সর্বক্ষণ। চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতির খবরাখবরও তিনি নিয়মিত রেখে চলেছেন।’