এরশাদের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা আগামী এক মাসের মধ্যে প্রত্যাহার করা না হলে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে জাতীয় তরুণ পার্টি আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় তরুণ পার্টির সভাপতি উজ্জ্বল কুমার আকাশ।
মানববন্ধনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হওয়া সত্ত্বেও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। এতে করে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী এক মাসের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় নওগাঁ থেকে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলবে জাতীয় পার্টি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান সাগর, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব সংহতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রানা জোয়ার্দার।