কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষুশিবির
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার এলংজুড়ি ইউনিয়নের ছিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল এবং দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) যৌথ আয়োজনে এই শিবিরের আয়োজন করা হয়। আর অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
দিনব্যাপী শিবিরে ঢাকা থেকে আগত চিকিৎসকরা দুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ২০৫ জনকে বাঁচাই করে ঢাকায় আগারগাঁও চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য মনোনীত করেন। এ ছাড়া অসহায় রোগীদের চিকিৎসার পর প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেন।
ডাসের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও বক্তব্য দেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ডাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী প্রমুখ।