২২ চুক্তির একটিও কাজে আসবে না
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে সম্পাদিত ২২টি চুক্তির কোনোটিই বাংলাদেশের স্বার্থে হয়নি। তারপরও তাঁরা আশাবাদী তিস্তাসহ অভিন্ন নদীর পানির সমস্যা সমাধান হবে অচিরেই।
urgentPhoto
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি ভারতবিরোধিতার রাজনীতি করে না। কারো দালালিও করে না, কথা বলে জনগণের স্বার্থে।
‘শহীদ জিয়ার আদর্শে গড়তে হবে বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যে ২২টি চুক্তি হয়েছে একটাও আমাদের কোনো কাজে লাগবে না। এই চুক্তির উদ্যোক্তা বাংলাদেশ ছিল না। প্রতিটি চুক্তি তাদের স্বার্থরক্ষার জন্য করেছে। আমরা এটি মেনে নিলাম। আমরা একটা কিছুই পাব না। তবু আমরা আশা করে আছি। তিনি (নরেন্দ্র মোদি) আশ্বাস দিয়ে গেছেন সেদিনের বক্তব্যে যে অল্প সময়ের মধ্যে পানি বণ্টনের ব্যাপারে অনিষ্পন্ন সমস্যার সমাধান করবেন। আমরা তাঁর বক্তব্যে আশ্বস্ত হয়েছি। আমরা কিছুদিন অপেক্ষা করে দেখব। কথা এবং কাজে মিল আছে কি না।’