মুচলেকায় জামিন পেলেন ক্রিকেটার সানির মা
নারী নির্যাতনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আক্তারকে জামিন দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান জামিনের আদেশ দেন।
সকালে আরাফাত সানির মা নার্গিস আক্তার তাঁর আইনজীবী এস এম জুয়েল আহমেদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন সানির আইনজীবী এস এম জুয়েল ও সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হরলাল মল্লিক।
একই মামলায় সানি কারাগারে বন্দি রয়েছেন। তাঁর জামিন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য রয়েছে।