আমাদের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমাদের দায়িত্ব হলো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সে পরিবেশে সন্তুষ্ট হয়ে আশা করি প্রত্যেকেই আসবে।’
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘সেটা বলতে পারব না। কিন্তু আমরা ক্ষেত্র তৈরি করব।’
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিইসি নুরুল হুদা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।
গত ১৫ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে নবনির্বাচিত নির্বাচন কমিশন। গত বছরের শেষ দিকে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ‘সার্চ কমিটি’ গঠন করেন। ওই সার্চ কমিটির সুপারিশে কে এম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেন রাষ্ট্রপতি।