স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, আমগাছে মিলল ঝুলন্ত লাশ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ইউসুফ আলী (২৫)। তাঁর বাড়ি ওই গ্রামেই।
ইউসুফ আলীর বাবা সাইদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাতে ইউসুফ আলীসহ বাড়ির সবাই রাতের খাবার শেষে যার যার ঘরে ঘুমাতে যায়। আজ সকাল ৮টার দিকে আমবাগানের পাশ দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় ইউসুফ আলীর ঝুলন্ত লাশ দেখে ভয়ে চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, সকালে বাড়ির পাশে বাগানের আমগাছে ইউসুফ আলীর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাকিবুল হাসান আরো জানান, স্ত্রীর সঙ্গে ইউসুফ আলীর বিচ্ছেদ হয়েছে। এর পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।