দুই মাসের মধ্যে এলপিজির দাম নির্ধারণ!
আবাসিক খাতে ব্যবহারের জন্য সিলিন্ডারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে মাস দুয়েকের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার সকালে রাজধানীর একটি মিলনায়তনে চতুর্থ এশিয়া এলপিজি সামিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ বলেন, ‘এখন আমরা যেটার ওপর কাজ করছি, দামটা কীভাবে নিয়ন্ত্রণ করব? কে রেগুলেটর হবে এ দাম নিয়ন্ত্রণ করার জন্য। আমরা কীভাবে আন্তর্জাতিক দামের সঙ্গে এর সামঞ্জস্যতা রাখব। তারপর আসবে সিলিন্ডার সেফটি। এটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব সে প্রশ্নগুলো আসছে। আগামী দুই মাসের মধ্যে এ নীতিগুলো চলে আসবে। আমাদের যে বিভাগগুলো আছে বিশেষ করে বিস্ফোরক অধিদপ্তর, খুবই দুর্বল অবস্থায়। ওই বিভাগের কী কী প্রয়োজন তা জানার জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে।’
রাজধানী ও চট্টগ্রাম থেকে দূরত্বভেদে সিলিন্ডার গ্যাসের দামের তারতম্য হতে পারে বলেও জানান নসরুল হামিদ। এরইমধ্যে গ্যাস খাতের জন্য সরকার যে নীতিমালা তৈরি করেছে তারমধ্যেই এলপিজির বিষয়ও অন্তর্ভুক্ত আছে বলে জানান তিনি। তবে গভীর সমুদ্র বন্দর নির্মাণকাজ শেষে হলে এলপিজির দাম আরো অন্তত ৩০ ভাগ কমবে বলেও মনে করেন তিনি।