সরকার বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বর্তমান সরকার ২০২০ সালের মধ্যে দেশে শতভাগ গ্রাহকের মাঝে বিদ্যুৎসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকার সারা দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। তিন লাখ নয় হাজার সেচ গ্রাহকের মাঝে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অনেক দূর এগিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার পাবনার আটঘরিয়ার কুমারেশ্বরে অনুষ্ঠিত আটঘরিয়া উপজেলার ২৮টি গ্রামে তিন কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে এক হাজার ২৮৮ জন গ্রাহকের বিদ্যুৎসেবা নিশ্চিতকরণে ২১ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ছাত্রছাত্রীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ভাতা, নারীর ক্ষমতায়ন, নারীদের মৌলিক অধিকার নিশ্চিত করার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি গ্রামের সব শিশুকে স্কুলে পাঠানো নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানান।
পরে ভূমিমন্ত্রী ঈশ্বরদী উপজেলার গড়গড়ী বাগানপাড়া, চরগড়গড়ী দক্ষিণপাড়া, চরগড়গড়ী নতুনপাড়া, চর আওতাপাড়া, চর ছলিমপুর, কাঁঠালবাড়িয়া, মুলাডুলি ঝাকরপাড়া, চণ্ডিপুর, খালিশপুর, মারমী পূর্বপাড়া, রহিমপুর, বাগবাড়িয়া পশ্চিমপাড়া, গোয়ালবাথান, চরকুড়ুলিয়া মালপাড়া, চরকুড়ুলিয়া ক্যানালপাড়া ও কদিমপাড়ায় এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন।
পাবনার আটঘরিয়ার কুমারেশ্বরে আজ বৃহস্পতিবার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন