ঢাকায় বিস্ফোরণে দগ্ধ আরেক নারীর মৃত্যু
রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাস রোডের একটি বাড়িতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রোজিনা আক্তার রেশমা (৪০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গত ৩০ মে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে রোজিনা ও তাঁর মাসহ একই পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। তাঁদের মধ্যে দুদিন আগে রোজিনার মা মমতা বেগমের মৃত্যু হয়। রোজিনার শরীরের ৩৯ শতাংশ দগ্ধ হয়েছিল বলেও জানান তিনি।
গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্যরা হলেন সুমন, বীথি, রাব্বি, অয়ন ও রুবি।