লালবাগে বিস্ফোরণের ঘটনায় রিকশাচালকের মৃত্যু
রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় কম্প্রেসার যন্ত্র বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার রাত ৮টার দিকে দগ্ধ রিকশাচালক আবুল বাশার (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, বাশারের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই ঘটনায় দগ্ধ আরো সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।
আবুল বাশারের স্ত্রী জিয়াসমিন বলেন, তাঁর স্বামীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভিমের কান্দিতে। তাঁরা লালবাগ কেল্লারমোড় এলাকায় থাকেন। স্বামীর রিকশা চালানো অর্থে তিন সন্তান নিয়ে তাঁদের সংসার চলছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহত বাশারের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত শনিবার বিকেল ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আবুল বাশার, সোনামুদ্দিন (৫০), হজরত আলী (৪০), মকবুল হোসেন (৩৫), পান্না বেগম (২৮), সাব্বির (২০), মারুফ (২০) ও সবুজকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বাশার মারা যান।