কুমিল্লায় বিলবোর্ড-ব্যানার অপসারণ অভিযান
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর বিলবোর্ড অপসারণ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার নগরীর ঝাউতলা, কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ ও চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ২১ দিন আগে কোনো সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। নগরীতে সম্ভাব্য প্রার্থীদের সব ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করা হবে।
এর আগে গত রোববার বিকেল থেকে এ অভিযানে নামে সিটি করপোরশন। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী হাকিম মো. আবদুর রউফ।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, ‘ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে সম্ভাব্য প্রার্থীরা কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের জন্য রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখনও অনেক জায়গায় বিলবোর্ড, ব্যানার, পোস্টার রয়েছে। আমরা এগুলো অপসারণ করছি।’
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী রির্টানিং কর্মকর্তা তারিকুজ্জামান, মো. হাসানুজ্জামান, আতাউর রহমান, মেজবাহ উদ্দিন, মমিন মিয়াসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।