কুনিও হত্যায় জেএমবির পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একজনকে দেওয়া হয়েছে খালাস।
আজ মঙ্গলবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, জেএমবি সদস্য ইসাহাক আলী, লিটন মিয়া, আহসান উল্লাহ আনসারী ও সাখাওয়াত হোসেন। খালাস পেয়েছেন জেএমবি সদস্য আবু সাঈদ।
২০১৫ সালের ৩ অক্টোবর বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে নিজের আবাদ করা কোয়েল ঘাসের ক্ষেতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হোশি কুনিওকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় করা মামলায় কাউনিয়া থানা পুলিশ জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাঁদের মধ্যে মাসুদ রানা, ইসাহাক আলী, লিটন মিয়া, আবু সাইদ ও সাখাওয়াত হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।
পলাতক ছয় আসামির মধ্যে সাদ্দাম হোসেন নামের এক জেএমবি সদস্য গত বছর ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বাকি পাঁচ আসামি এখনো ধরা পড়েনি।
রংপুর কেন্দ্রীয় কারাগারে আজ বন্দি পাঁচজনের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।