গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতালে আটক ১১
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) হরতাল চলাকালে ১১ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগ থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান।
ডিসি বলেন, সকাল থেকে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। শাহবাগ ঢাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দুটি হাসপাতাল রয়েছে। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অন্যতম সড়ক। হরতাল সমর্থনকারীরা এ জায়গা অবরুদ্ধ করে রাখায় জনগণের ভোগান্তি হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে বারবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তারা তা না মেনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ ব্যবস্থা নেয়।
মিজানুর জানান, ঘটনাস্থল থেকে হরতাল সমর্থনকারী ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।
মনোয়ার আরো জানান, জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা। আর দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা। তবে আজ হাইকোর্ট দ্বিতীয় দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন।
গ্যাসের এই দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করে দুটি সংগঠন। হরতালের সমর্থনে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন দল দুটির নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীদের অবস্থান লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জলকামান থেকে ছোড়া হয় গরম পানিও। এ সময় হরতাল-সমর্থকরা শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে সরে যায়।