রায়ের প্রেক্ষাপটে ধর্মঘট দুঃখজনক : আইনমন্ত্রী
সড়ক দুর্ঘটনা মামলায় চালকের শাস্তি প্রত্যাহারের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘটকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে কারো কোনো বক্তব্য থাকলে তা আদালতে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘রায়ের প্রেক্ষাপটে যে ধর্মঘট, এটা দুঃখজনক। যাঁরা ধর্মঘট করছেন তাঁদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলতে চাই, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা আদালতের সামনে আপনাদের অবস্থান উপস্থাপন করতে পারেন।’
এই ধর্মঘট আদালত অবমাননা কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘অবমাননার ব্যাপারটা আদালতের বিবেচ্য। আদালত যদি মনে করেন যে এটা আমি ধর্তব্যের মধ্যে ধরব না, তাহলে পরে এটা অবমাননা করবেন না, এটাই আইন। আর যদি তিনি মনে করেন যে হ্যাঁ, এটা ধর্তব্যের মধ্যে আমি নিব তাহলে পরে এটা অবমাননা হিসেবে নেওয়া যাবে।’
আর দ্রুততম সময়ের মধ্যে কোনিও হোশির হত্যা মামলার রায় ঘোষণা দেশের মামলা জট কমাতে ভূমিকা রাখবে উল্লেখ করে আনিসুল হক এ সময় বলেন, ‘এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার অত্যন্ত উজ্জ্বল উদাহরণ। বিশেষ করে বিচারিক আদালতে যে গতি এসেছে এই গতি ধরে রাখলে নতুন করে মামলার জট হবে না। সাধারণ মানুষের মামলা যাতে তাড়াতাড়ি শেষ হয় সেটাই আমরা নিশ্চিত করার জন্য এগুলোকে আমরা চেস্ট কেস হিসেবে ব্যবহার করছি।’
এর আগে জাপানি নাগরিক কোনিও হোশির হত্যা মামলার বিস্তারিত বিবরণ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দুই বছর চার মাসের মধ্যে চাঞ্চল্যকর মামলাটির রায় প্রকাশিত হয়েছে। এজন্য মামলার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অপর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আসামিরা বার বার সময় নেওয়ায় রাজনৈতিক মামলার কার্যক্রম বিলম্বিত হয়। মামলা জট কমাতে বিচারবিভাগকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।