ঈশ্বরদীতে দুস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক অনুদান
পাবনার ঈশ্বরদী উপজেলার দুস্থ প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষার্থী, ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের টাকা তুলে দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, সমাজসেবার উপপরিচালক মমিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা কর্মকর্তা আবদুল কাদের বক্তব্য দেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ২৬২ জনের মধ্যে অনুদানের ১২ লাখ সাত হাজার টাকা তুলে দেন।