কাজের মূল্যায়ন করে জনগণ ভোট দেবে : সাক্কু
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনের মনোয়নপত্র জমা দিয়ে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, জনগণ কাজের মূল্যায়ন করে ভোট দেবে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় সাক্কু কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এ কথা বলেন।
ওই সময় সাক্কুর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খান, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা ও কুসিক নির্বাচনের গণমাধ্যম সমন্বয়কারী শামসুদ্দিন দিদার প্রমুখ।
এর আগে আজ সকালে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা তাঁর মনোনয়নপত্র জমা দেন।
কুমিল্লা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল শেষে সাক্কু সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রার্থী সীমা তাঁর বড় বোন। যিনি ভালো কাজ করবেন, তাঁকেই জনগণ ভোট দেবে।
কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।