জ্বালানি খাতে ২০০০ প্রকৌশলী প্রয়োজন হবে : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সামনের দিনে আরো অন্তত দুই হাজার দক্ষ প্রকৌশলীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সরকারি-বেসরকারি বেশ কয়েকটি বিভাগ ও প্রতিষ্ঠান এ আয়োজন করে।
নসরুল হামিদ বলেন, দেশের বিদ্যুৎ খাতে গেল কয়েক বছর ধরে যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে সামনের দিনে তা ঠিকঠাকভাবে পরিচালনার জন্য দক্ষ লোক পাওয়া কঠিন হবে। তিনি জানান, এ খাতের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দক্ষতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া সরকার সহায়তা করছে জানিয়ে সামনের দিনে তা আরো বাড়ানোর আহ্বান জানান কর্মশালার বক্তারা।