ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি হান্নান শাহর
নরেন্দ্র মোদির ঢাকা সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত জাতির সামনে তুলে ধরতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
urgentPhoto
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত এক প্রার্থনা ও আলোচনা সভায় এ দাবি জানান বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এই সদস্য। তিনি নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যাতে বৈঠক না হয়, সেজন্য আওয়ামী ‘চেষ্টা’ চালিয়েছিল বলেও অভিযোগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ সরকারের উদ্দেশে বলেন, ‘আমি দাবি করছি, ভারতের সঙ্গে অতিসম্প্রতি যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, এর প্রত্যেকটির পূর্ণ বিররণ জাতির সামনে তুলে ধরুন। জাতিকে বিচার করতে দিন, আপনারা কি আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেছেন, নাকি বিরাট কমিশন পাওয়ার জন্য আন্তর্জাতিক টেন্ডার ছাড়া বিরাট বিরাট কন্ট্রাক্ট ভারতকে দিয়ে দিচ্ছেন।’
এ সময় হান্নান শাহ আরো অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। সময় এলে বর্তমান সরকারের সকল অপকর্মের বিচার করা হবে।