প্রবল স্রোতে দুই ফেরির সংর্ঘষ, আহত ৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া (মাওয়া)-কাওরাকান্দি নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। প্রবল স্রোতের কারণে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাঝ পদ্মায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও ফেরি করবীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
urgentPhoto
সংঘর্ষে ফেরি করবীর পাঁচ যাত্রী আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া-কাওরাকান্দি অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান জানান,পদ্মা নদীতে হঠাৎ করে স্রোত বেড়ে যাওয়ায় রাতে এ ঘটনা ঘটেছে। শিমুলিয়া ঘাট থেকে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছেড়ে যায় রাত সোয়া ৯টার দিকে, অন্যদিকে রাত সাড়ে ৯টায় কাওরাকান্দি ঘাট থেকে ছেড়ে আসা ফেরি করবী মাঝ পদ্মায় এলে মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। এ সময় ফেরি করবীর পাঁচ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও জানান আশিকুজ্জামান। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ বিআইডব্লিউটিসি কর্মকর্তা।