সংঘর্ষের ঘটনায় বেরোবিতে ছাত্রলীগের তদন্ত কমিটি, মিছিল
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে এ মিছিল করা হয়।
এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসে। এর আগে গতকাল রোববার রাতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্ত কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আলী রিয়াদ।
শনিবার সংঘর্ষের পরপরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ নেতাকর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। তবে আজ দুপুরে কেন্দ্র থেকে তদন্তদল আসামাত্র সভাপতি মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল নিয়ে তারা প্রক্টরের অফিস যায়। এ সময় সেখানে প্রক্টরের কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় তদন্ত কমিটির সদস্যরা। দ্রুত তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে।
এদিকে, শনিবার সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশির পুলিশের উপস্থিতিতেই ক্যাম্পাসে মিছিল করায় প্রশ্ন উঠেছে।
আজ সোমবার ক্যাম্পাসে নবম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ।