আমানসহ বিএনপির ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর মিরপুর থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার আট নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ আদেশ দেন।
এ মামলায় আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিচারক অভিযোগ গঠন করে পলাতক ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এ ব্যাপারে এনটিভি অনলাইনকে জানান, আজ এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালতে রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফি পাপিয়াসহ ১৭ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
জয়নুল আবেদিন জানান, বাকি ৩০ আসামি অনুপস্থিত থাকায় বিচারক তাঁদের গ্রেপ্তার করার জন্য পরোয়ানা দিয়েছেন। তিনি জানান, পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, বিএনপির নেতা সাইফুল আলম নীরব, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস প্রমুখ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অজ্ঞাত আসামিরা অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম একটি মামলা করেন।
২০১৫ সালের ২ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন মিরপুর থানার এসআই মাসুদ পারভেজ।
পরে মামলাটি বিচারের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়।