চবি অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ও গণিত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ের পাহাড়িকা হাউজিং সোসাইটির বাসভবনে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে দুই পা ছিল ফ্যানের নিচে বিছানার ওপর। হাঁটু ছিল কিছুটা ভাঙা অবস্থায়। বিছানার ওপর ছিল একটি কাঠের চেয়ার।
সন্ধ্যায় হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা বিলকিস ঘটনাস্থল পরিদর্শন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলী আসগর জানান, ঘটনার সময় অধ্যাপক আবুল কালাম আজাদ একাই বাসায় ছিলেন। তাঁর স্ত্রী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শাহানারা বেগম ক্লাসে ছিলেন। বিকেল ৪টার দিকে বাসায় এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে ওঠেন। পরে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. দিদারুল আলম ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।