ক্রিকেটার আরাফাত সানির জামিন শুনানি কাল
নারী নির্যাতনের মামলায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানির জামিন শুনানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সানির আইনজীবী এম জুয়েল আহমেদ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
জুয়েল জানান, কাল বেলা ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে সানির জামিন শুনানি হবে। তবে সানিকে কাল আদালতে হাজির করা হবে না। তিনি আরো জানান, কাল সানি জামিন পেলেও তথ্যপ্রযুক্তি আইনের আরেক মামলায় বন্দি থাকায় শিগগিরই মুক্তি পাবেন না।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি মামলায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেয়।
বর্তমানে দুই মামলায় সানি কারাগারে আটক আছেন। এ ছাড়া ১৫ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানির জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এর পর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড দেন। এ ছাড়া সানির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে সিএমএম আদালতে অপর আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা।