গার্ডার ভাঙার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : মেয়র খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার দিবাগত রাতে মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত হন। এ সময় আহত হন দুজন। নিহত ব্যক্তির নাম স্বপন আর আহত দুজনের একজন হলেন নুরুন্নবী। অপরজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেন দিয়ে তোলার সময় ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মেয়র মালিবাগের নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের সড়ক পরিদর্শন করে তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ঘটনার বিচারের প্রসঙ্গে মেয়র খোকন বলেন, ‘সরকারের মনোভাব সুস্পষ্ট এবং কঠোর। কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না।’ তিনি আরো বলেন, ‘নিহতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হবে।’
রোববার দিবাগত রাতে ফায়ার সার্ভিসকর্মীদের চেষ্টায় রেললাইনের ওপর থেকে গার্ডারটি সরানো হয়। সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৭টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।