জোড়া খুনে সাংসদের ছেলে জড়িত : ডিবি
রাজধানীতে জোড়া খুনের ঘটনায় প্রাথমিক তথ্য, আলামত ও জিজ্ঞাসাবাবাদের ভিত্তিতে আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার রনির সম্পৃক্ততা পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
ডিএমপির মিডিয়া সেন্টারে মনিরুল সাংবাদিকদের জানান, যে গাড়িটিতে চড়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, সেটি জব্দ করা হয়েছে। হত্যার সময় রনি ও তাঁর সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তা নিশ্চিত হয়েছে পুলিশ। এ সময় তিনি বলেন, মামলা থেকে রনিকে বাঁচানোর চেষ্টার অভিযোগ ভিত্তিহীন।
মনিরুল বলেন, মামলার তথ্য ও চালকের দেওয়া জবানবন্দি মিলিয়ে এই ঘটনায় রনি যে প্রধান সম্পৃক্ত, তাতে সন্দেহ নেই। যে অস্ত্রটি দিয়ে গুলি করা হয়েছিল, তার ব্যালেস্টিক পরীক্ষার পর আরো নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি তিনি ঘটিয়েছেন কি না। তিনি বলেন, হত্যার সময় ঘটনাস্থলে চারজন উপস্থিত ছিল। এদের দুজন পলাতক রয়েছে । তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।