‘নামাজে বসে বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি’
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় হাজি ক্যাম্পের পাশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
হাজি ক্যাম্পের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া আদিলুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন।
এনটিভি অনলাইনকে আদিলুর হমান জানান, আশকোনার হাজি ক্যাম্পের পাশেই একটি বাড়িতে থাকেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজের জন্য হাজি ক্যাম্পে অবস্থিত মসজিদে যান। সুন্নাত নামাজ শেষ করে কাতারে বসে খুতবা শুনছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পান তিনি। এ সময় ওই শব্দে তিনিসহ মসজিদের ভেতরে অব্স্থান করা মুসল্লিরা আঁতকে ওঠেন।
নামাজ শেষ করে লোকজন বাইরে এসে দেখতে পান মসজিদের সামনে এবং রাস্তার ওপরে র্যাব-পুলিশের অনেক গাড়ি। পরে জানতে পারেন ক্যাম্পের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আবদুল ওহাব নামের আরেক ব্যক্তি জানান, হাজি ক্যাম্পে রাস্তার ঠিক উল্টোপাশে মার্কেটে তাঁর একটি দোকান রয়েছে। জুমার নামাজ পড়ার জন্য তিনি দোকান বন্ধ করেন। মসজিদে প্রবেশ করার সময় বিকট শব্দ শুনতে পান। এরপর তিনি জানতে পারেন, ক্যাম্পের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অপরদিকে, বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই হাজি ক্যাম্পের সামনে এবং আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। দুপুর থেকেই উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কিছু কর্মী ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে, সন্ধ্যায় পৌনে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।