মন্তব্য নেই সৈয়দ আশরাফের
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বুধবার দুপুরে সচিবালয়ে একটি বৈঠক শুরুর আগে সাংবাদিকরা চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ আরবান ফোরামের স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। এর আগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা। এক সাংবাদিক তাঁর উদ্দেশে বলেন, ‘আপনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। দেশের মানুষ গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছে। এ বিষয়ে আপনার পরিষ্কার মন্তব্য জানতে চাচ্ছি।’ জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলব না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওই বক্তব্যের পর আরেকজন সাংবাদিক বলেন, ‘আপনি সচিবালয়ে অনেকদিন পরে এসেছেন। আমরা আপনাকে কোথাও পাই না। জাতি আপনার একটি বক্তব্য আশা করে।’ এর উত্তরে সৈয়সদ আশরাফ বলেন, ‘আমি সব জায়গায় আছি। আমি সংসদে আছি। বাইরে আছি। আমাকে চাইলেই আপনারা পান।’ এ সময় সমস্বরে সাংবাদিকরা বলেন, ‘আমরা বাইরে অপেক্ষা করছি। আপনি বৈঠক শেষে অনুগ্রহ করে আমাদের কিছু বলবেন।’এর জবাবে মন্ত্রী বলেন, ‘আমার কোনো বক্তব্য নেই। বৈঠকের বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আছেন। তাঁর কক্ষ থেকে আপনারা একটি করে কাগজ নিয়ে যান।’
ওই কথা বলে মন্ত্রী আর কোনো কথা বলতে রাজি হননি। পরে সাংবাদিকরা জনসংযোগ কর্মকর্তার কক্ষ থেকে বৈঠকের কার্যবিবরণী নেন।
বাংলাদেশ আরবান ফোরামের ওই সভায় স্থানীয় সরকারমন্ত্রী ছাড়াও শহরের বিভিন্ন সেবা সংস্থাগুলোর প্রধান, নগর উন্নয়নে অর্থায়নকারী বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধি এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।