গোয়েন্দারা জামায়াতের তৃণমূলে, শক্তি নেই
দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার মতো সাংগঠনিক শক্তি এখন আর জামায়াতে ইসলামীর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আমাদের প্রশাসন ও গোয়েন্দারা জামায়াতে ইসলামীর তৃণমূলে ঢুকে গেছে, কাজেই আর ঢালাওভাবে জ্বালাও পোড়াও করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার ক্ষমতা এখন আর তাদের নেই। তারপরও তারা যদি জ্বালাও পোড়াও করার চেষ্টা করে, তাহলে আইন অনুযায়ী তাদের (জামায়াত) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
urgentPhoto
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় কাল বুধবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের বর্তমান সাংগঠনিক অবস্থান সম্পর্কে এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের উদ্বোধন এবং আনসার ও ভিডিপির জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের যেসব বিচার কার্যক্রম চলছে তা সুষ্ঠুভাবে চলছে, এখানে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না। এই বিচারকাজের আপিলের রায়েও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল আছে। এরপর তিনি হয়তো রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা করতে পারেন, আবার রিভিউ করতে পারেন। এসব কার্যক্রম শেষ হলে আমরা তাঁর বিচারের দণ্ড কার্যকর করব।’
সংসদ সদস্য পিনু খানের ছেলেকে জোড়া খুনের মামলা থেকে ছাড় দেওয়ার প্রক্রিয়া চলছে, এমন এক প্রশ্নের জবাবে স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা তা করছেন। এখানে কে এমপিপুত্র, কে মন্ত্রীপুত্র, কে বিশাল বিত্তশালী লোকের পুত্র, সেগুলো দেখা হচ্ছে না। আইনে যা আছে, সেভাবেই তার বিচার হবে। তার যেসব দুষ্কর্ম প্রমাণিত হয়েছে বলে পুলিশ বলছে, চার্জশিট হলে তার বিচার কাজ শুরু হবে।’
এর আগে প্রতিমন্ত্রী আনসার-ভিডিপির রাজশাহী জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনসার সদস্যদের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা অবর্ণনীয়। ৫ জানুয়ারির পর দেশজুড়ে ২০ দলীয় জোটের নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছেন। তাই সরকার আনসার বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে। তাদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের সম্পদ রক্ষা ছাড়াও আনসার বাহিনী বিভিন্ন সময়ে সন্ত্রাস মোকাবিলা ও জঙ্গি দমনে কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আর্থ-সামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করে চলেছে। এ জন্য তাঁরা প্রশংসার দাবিদার।
নতুন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এ বাহিনীর ৬৭১ জন সদস্য শহীদ হন। আমরা তাঁদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বাহিনীর চাকরি স্থায়ীত্বকরণের সময়সীমা নয় বছর থেকে ছয় বছর করার প্রক্রিয়া চলছে। ইউনিয়ন ভিডিপি দল নেতাদের সম্মানী বৃদ্ধির বিষয়টিও বিবেচনাধীন। এ ছাড়া মহিলা টিআইদের পেনশন এবং বিসিএস (আনসার) কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীতকরণের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন, আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ প্রমুখ।