সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
আজ শুক্রবার ভোররাত থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ওই এলাকার পাঁচ তলাবিশিষ্ট একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। পুলিশের সোয়াট বাহিনীর জন্য অপেক্ষা করা হচ্ছে। তাঁরা এলে সেখানে অভিযান চালানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকেই গুলি ও বিস্ফোরণের শব্দ তাঁরা শুনতে পাচ্ছেন। সকালেও কয়েকবার গুলির শব্দ শোনা গেছে।