শিক্ষকদেরও সতর্ক থাকতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইমলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিতে হবে। তবে তারা যেন ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে না পড়ে সেজন্য পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ফাজিল অনার্স শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষানীতির আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন তা বাস্তবায়নে শিক্ষকদের সর্বোচ্চ ভূমিকা নেওয়ার তাগিদ দেন তিনি।
নাহিদ আশা করেন, বর্তমানে যারা তরুণ তাদের হাত ধরেই ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত দেশের কাতারে বাংলাদেশ পৌঁছাবে। তাই তরুণদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের আরো যত্নবান হওয়ারও তাগিদ দেন তিনি।