জাতীয় ঐতিহ্যে একমত হলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হবে : নোমান
জাতীয় ঐহিত্যে একমত হলেই কেবল স্বাধীনতার লক্ষ্য ও চেতনা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। হতাশার কারণে আমরা লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারছি না বলেও জানান তিনি।
আজ শনিবার চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আয়োজিত ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘হতাশা থেকে আমরা বারবার আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারছি না। লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হলে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় রাষ্ট্র বাংলাদেশ এবং তার মৌলিক বিষয়গুলো নিয়ে জাতিকে একমত হতে হবে। একমত হলে জাতি যদি অগ্রসর হতে পারে, তাহলে আমি আমার স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার লক্ষ্য, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে পারব।’
অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য সিকান্দার খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন অধ্যাপক শামসুদ্দোহা।