দুই ‘জঙ্গি’ ছেলেকে পুলিশে দিলেন বাবা
জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী আজ শনিবার রাতে এনটিভি অনলাইনকে জানান, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদকে (২২) তাঁদের বাবা কাফরুল থানায় এসে পুলিশে দিয়েছেন।
এ সময় ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহম্মেদ মজুমদার উপস্থিত ছিলেন।
তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না সে বিষয়ে কিছুই জানাতে পারেননি মোহাম্মদ ইউসুফ আলী।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মুহাম্মদ শামীম হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।